তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা-৩ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিশ্ববরেণ্য শৈল্য চিকিৎসক, অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি টানা দ্বিতীয়বারের মত পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
রুহুল হক এমপি ২০০৮ সালে নির্বাচনে প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ৫ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এবং ২০১৪ সালের নির্বাচনে দ্বিতীয়বার এমপি নির্বাচতি হওয়ার পর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়। এবং সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেন।
অধ্যাপক রুহুল হক এমপি পূনরায় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী এবং সর্বস্থরের মানুষেরা আনন্দ উল্লাস প্রকাশ করে। এবং অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিকে পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় দলীয় নেতাকর্মীসহ সাতক্ষীরার সর্বস্থরের জনগন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।