কক্সবাজার সংবাদঃ কক্সবাজার টেকনাফে ক্রেতা সেজে ১০ হাজার ইয়াবাসহ সেতারা বেগম (২৭) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। শনিবার বিকেলে টেকনাফের টেকনাফের জাদিমোড়া এলাকা থেকে পুলিশ ক্রেতা সেজে ১০ হাজার ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।
আটক রোহিঙ্গা নারী সেতারা বেগম (২৭) নয়াপাড়া শরণার্থী শিবিরের বি-ব্লকের আরিফ উল্লাহর স্ত্রী। থানা সুত্রে জানা যায়,শনিবার(২১ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ক্রেতা সেজে টেকনাফের হ্নীলা জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ নয়াপাড়া শরণার্থী শিবিরের বি-ব্লকের আরিফ উল্লাহর স্ত্রী রোহিঙ্গা নারী সেতারা বেগমকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো বেশ কয়েক জন পাচারকারী পালিয়ে যায় ।
এ ব্যাপারেটেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি রনজিত কুমার বড়ুয়া।