মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঐ ভবনে থাকা কম্পিউটার, ফ্রিজ সহ চেয়ার টেবিল পুড়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টা দিকে পীরগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান ভবনে হঠাৎ আগুনের ধোয়া দেখে তাদের খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের স্থানীয় স্টেশন মাষ্টার আজহারুল ইসলাম জানিয়েছেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর হামবাদুর বার জানান, উদ্ভিদবিদ্যা বিভাগে কোন স্টাফ ছিল না। তারা পিকনিকে গিয়েছিলেন।
হঠাৎ আগুনের ধোয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে কম্পিউটার, ফ্রিজ সহ আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিজ্ঞান ভবনে আগুন লাগার বিষয়টি রহস্যজনক।