পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন লাচ্ছি নদীর বাদ্দা মনি ব্রীজের ধার থেকে সালমা বেগম (৪০) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।তিনি সেঁনুয়া হাটপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানায়,গতকাল সকাল আনুমানিক ১১ টায় সেঁনুয়া বাজারে অবস্থিত তাদের নিজস্ব চা দোকান থেকে বাসার উদ্দেশ্যে বের হন তিনি। বিকেল হয়ে গেলেও দোকানে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন।নদীর পার্শ্বে বীষ দিতে গিয়ে একজন স্থানীয় কৃষক সন্ধ্যা ৬ টায় নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।
জেলা পরিষদের সদস্য মোঃ আছির উদ্দীন বলেন,এলাবাসী ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে ধারনা করছি সে তার স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ বজলুর রশীদ বলেন,এটি আত্মহত্যা না হত্যাকান্ড তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।