মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের বেশ ভালো ছিল। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।
এদিকে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আখতারুল ইসলাম (নৌকা মার্কা) ৫৮ হাজার ৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইসাহাক আলী (আনারস মার্কা) পেয়েছেন ৩২ হাজার ৪৩৩ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান পদে সুকুমার রায় (চশমা মার্কা) ৪৫ হাজার ৪৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী ইত্তেশাম-উল হক মীম (তালা মার্কা) পেয়েছেন ২৬ হাজার ৭৫২ ভোট। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভারতী রাণী রায় বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।