পীরগঞ্জে সুফা ফাউন্ডেশনের উদ্দেগ্যে মুক্তিযুদ্ধের উপর  রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

99
সুফা ফাউন্ডেশন

পীরগঞ্জ প্রতিনিধিঃ  পীরগঞ্জ পাইলট স্কুলের হল রুমে গতকাল সুফা ফাউন্ডেশনের উদ্দগ্যে মুক্তিযুদ্ধের উপর রচনা,বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সমাজের অসহায় ও পথ শিশুদের শিক্ষা সহায়তায় এবং সকল শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্য বিভিন্ন শিক্ষামুলক কাজ করছে সুফা ফাউন্ডেশন।

এটি একটি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মাউদী হাসান সুমন, গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ ইমদাদুল হক, সভাপতিত্ব করেন,প্রতিষ্ঠাতা সভাপতি মাউদী হাসান সুমন, অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মোঃ সবুর আলম প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান (রাণী:ডি.ক)ও উপদেষ্টা সুফা।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপসস্থিত ছিলেন,মোঃ দুলাল হোসেন স্যার,কাশেম স্যার,আব্দুস সোবহান,মাহাবুবা নাসরিন,মোঃ নুর, মোঃ রেজা স্যার। আরো উপস্থিত ছিলেন বৃহত্তর পীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ রুবেল রানা, দৈনিক বাংলার সাংবাদিক মোঃ আব্দুল্লাহ আল মামুন নয়ন, ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সোহেল রানা, সাংবাদিক বাদল হোসেন, সবুজ আহম্মেদ,নয়ন হোসাইন, আবু তারেক বাঁধন সহ সুফা ফাউন্ডেশন এর অন্যান্য সদস্যগন।