পীরগঞ্জে মানববন্ধন করল রংধনু শিশু সংগঠন

35

মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “ যদি তুমি পিছিয়ে পড় তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাড়াঁও তবে তুমি বাংলাদেশ।”
সড়ক দুঘটর্নায় নিহত শিক্ষার্থীদের বিচারের দাবীতে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় সকাল ১১ টায় সময় ছোট বাচ্চাদের নিয়ে মানববন্ধন করল ঠাকুরগাঁওয়ের একমাত্র শিশু সংগঠন রংধনু শিশু সংগঠন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আবু সায়েম। বিজিবি বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক দুলাল সরকার। মানবাধিকার কর্মী সাংবাদিক নাহিদা পারভীন রিপা। ল্যাম্পপোস্ট এর পরিচালক মহিউদ্দীন জনি ও অর্থ সম্পাদক সবুজ রানা। ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি শামীম হোসেন ও সাধারণ সম্পাদক তাবিবুর দীপু। পৌর ছাত্রলীগের শরিফুল ইসলাম, সূর্য ইসলাম। মানববন্ধনটি পরিচালনা করেন রংধনু এর সভাপতি শুভ শর্মা সাধারণ সম্পাদক ফরহাদ রেজা অনিক, সাগর ইসলাম, হৃদয় ইসলাম, লিমন আহম্মেদ, রবিউল ও সংগঠনের সকল সদস্যবৃন্দ। বক্তারা ঢাকায় নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানাই।