মোঃ নয়ন হোসাইন পীরগঞ্জ ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মাদক ব্যবসায়ীদের পুলিশের হাতে ধরিয়ে দিতে জনসচেতনতা সৃষ্টি ও বিলবোর্ড স্থাপন করলো সামাজিক সংগঠন আইপজিটিভ। মাদক একটি জাতীয় সমস্যা ,এই সমস্যা সমাধানে প্রয়োজন সামাজিক আন্দোলন। গত দীর্ঘ ৭ বছর ধরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এই আন্দোলন চালিয়ে আসছে আইপজিটিভ পরিবার। তারই ধারাবাহিকতায় সরকারের চলমান মাদক বিরোধী কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করলো আইপজিটিভ।
সম্প্রতি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তায় সংগঠনটি মাদক বিরোধী বিলবোর্ড স্থাপন ও একটি মাদক বিরোধী সভার আয়োজন করে। উক্ত সভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জের মেয়র জনাব মোঃ কশিরুল আলম, উপজেলা আঃলীগ এর সাংঠনিক সম্পাদক ও আইপজিটিভ এর শুভাকাঙ্খী মোজাহারুল ইসলাম, পীরগঞ্জ থানার প্রতিনিধি এস আই রনি রায়, ও আইপজিটিভ এর শুভাকাঙ্খী আশরাফুল আলম বিপুল, শিক্ষক সবুর আলম, আইপজিটিভ এর প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ, হাবিবুল্লাহ হাবিব সহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।