পীরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক সড়ক দূর্ঘটনায় নিহত

29

মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পীরগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী , হক বেকারীর প্রতিষ্ঠাতা ও হক পরিবহনের মালিক আব্দুল হক (৬৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত ব্যাক্তির পারিবারিক সূত্রে জানা যায়,গত সোমবার রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটে তিনি এশার নামায পড়ে বাসায় ফেরার পথে তাকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে প্রথমে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আরো অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা চলা কালীন অবস্হায় আজ বিকাল আনুমানিক ৩ টায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে