আবু তারেক বাঁধন পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের সিরাইল গুচ্ছ গ্রামের ৫২টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। রবিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী।
বিদ্যুৎ সংযোগ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন প্রমুখ। ঘর ও বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বাসিত গুচ্ছগ্রামবাসী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন।