মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ২৩ তারিখ বিকালে পীরগঞ্জ পাবলিক ক্লাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামীম আহম্মেদ এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক তাবিবুর রহমান দিপুর সঞ্চলনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সহ সভাপতি আবু সালেহ মোঃ সিহাব, ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক অনিকা হাবিব বৃষ্টি, ঠাকুরগাঁও জেলার সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং জেলা ও উপজেলার নেতাবৃন্দ প্রমুখ।