পীরগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ১ দিন ব্যাপী কর্মশালা

11

মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ পীরগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যোগাযোগ কৌশল বিষয়ক ১ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই দুপরে পীরগঞ্জ উপজেলা রির্সোস সেন্টারে এ কর্মশালায় জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বলেন, দেশের ৬ ভাগ শিশু স্কুলে আসেনা আর যারা আসে তাদের ১০ ভাগ অনিয়মিত এবং ৭০ ভাগ শিক্ষকের শিক্ষার্থী কেন্দ্রীক পাঠদান কৌশল জানা নেই। ৫৫ ভাগ প্রাথমিক শিক্ষক গতানুগতিক পাঠদানে অভ্যস্ত এবং ৭৫ ভাগ বিদ্যালয়ে স্থানীয়দের কোন সহযোগী নেই। এই সমস্থ বিষয়সহ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যোগাযোগ কৌশল বিষয়ক ১ দিন ব্যাপী কর্মশালায় এই তথ্য উপস্থাপন করা হয়।
এ সময় অপর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনিসুর রহমান, পীরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মশালায় শিক্ষক, সাংবাদিক স্কুল পরিচালনা কমিটির সভাপতি, অভিভাবক সদস্য সহ প্রায় ৪০ জন অংশ নেয়। শেষে শিক্ষার মান উন্নয়নে ঐ সব সমস্য সমাধানে বিভিন্ন সুপারিশ মালা গ্রহন করা হয়।