ফয়সাল ইসলাম, পীরগঞ্জ ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মেধা বিকাশে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার দুপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি অফিস হলরুমে এ প্রতিযোগিতা হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাঈদ হাসান, পীরগঞ্জ প্রেস ক্লাব যুগ্ম-সম্পাদক বিষ্ণুপদ রায়, গুডনেইবারস ম্যানেজার কর্ণেল কস্তা, ভাদুয়া বিদ্যালয়ের শিক্ষক মি: গামা, সংস্থার ই,পি অফিসার মোশারফ হোসেন প্রমুখ। ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষ করতে সংস্থার প্রায় অধ্যশতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।