পাহাড় ধ্বসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

17

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড় ধ্বসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আকতার (১৬), কাফিয়া আকতার (১০), আবদুল হাইর (৮) ও খাইরুন্নেছা (৬)। নিহতদের মা ছেনুয়ারাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহতদের মামা খোরশেদুল আলম জানান, ভোরে হঠাৎ বাড়ির পাশের পাহাড় ধসে বাড়ির উপর পড়ে। এতে ঘুমন্ত মাসহ চার শিশু মাটির নিচে চাপা পড়ে যায়। এই ঘটনায় আশেপাশের লোকজন এগিয়ে আসে। তাৎক্ষণিক স্থানীয় মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে মানুষ ডাকা হয়। সাথে সাথে অনেক লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চার শিশুকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।

কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি আব্দুর রহামান বলেন, ‘পাহাড় ধ্বসের ঘটনায় আমরা শোকাহত। আমিসহ জেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করবো। নিহত পরিবারগুলোকে ২০ হাজার করে টাকা প্রদান করা হবে বলেও জানান।
পাহাড়ে বসবাসরত পরিবারগুলোকে ইতিমধ্যে প্রশাসনের মাধ্যমে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সবাইকে নিরাপদ স্থানে চলে আসার আহবান জানান।

এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, গত দুইদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ভূমি ধস ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। সাগর উত্তাল রয়েছে।