মো.রিপন হোসাইন,পাটকেলঘাটা প্রতিনিধিঃ পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নির্ধারিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়নের আওতায় তিনতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্র্র্রসারণ কাজের ফলক উন্মোচন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সোমবার বেলা ২.৩০মি. বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজিয়া আফরীনের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফফর রহমান, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, উপজেলা ছাত্রলীগেরা সাধারণ সম্পাদক মশিউর আলম সুমন ও সংবর্ধিত মুক্তিযোদ্ধাবৃন্দ। এছাড়াও তালা উপজেলার খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও্র ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।