পাটকেলঘাটা যুবক মালায়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত

18

মো. রিপন হোসাইন : পাটকেলঘাটার এক যুবক মালায়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। প্রায় ১৫ বছর পূর্বে নিহতের পিতা আকছেদ মোল্যা পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে মালেশিয়ায় শ্রমিকের কাজ করতে যায়। তার কয়েকবছর পর পুত্রও বাবার সাথে মালেশিয়ায় শ্রমিকের কাজ করতে আসে। অবশেষে রবিবার সড়ক দূর্ঘটনা তার সে আশাকে নিরাশায় পরিনত করে দিল। দু ভাইয়ের মধ্যে মিলন বড়। পারিবারিক সুত্রে জানা যায় উপজেলার বড়বিলা গ্রামের আকছেদ মোল্লার ছেলে মিলন মোল্লা (২২) দীর্ঘ ৮বছর পুর্বে মালায়েশিয়ায় রাজ মিস্ত্রী হিসাবে কর্মরত ছিলো। রবিবার মিলন মোল্লা মোটর সাইকেল চালানো অবস্থায় পিছন দিক থেকে আসা যাত্রীবাহি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। তার মৃত্যুর খবর গ্রামে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আগামীকাল বৃহস্পতিবার তার মরাদেহ গ্রামের বাড়ি পৌছাবে বলে পারিবারিক সুত্রে নিশ্চিত করেছে।