পাটকেলঘাটা প্রতিনিধি ॥
পাটকেলঘাটার শ্রী শ্রী কৃষ্ণের ৫২৪৪ তম জন্মদিন শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, ধর্মীয় শোভাযাত্রা, আলোচনা, কৃষ্ণপুজা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩ টায় মির্জাপুর মহাশ্মশান কমিটির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। শোভাযাত্রাটি বারাত, মনোহরপুর, জগদানন্দকাটি, মির্জাপুর পশ্চিমপাড়া ও মির্জাপুর বাজার প্রদক্ষিণ শেষে মির্জাপুর পুর্বপাড়া পুজা মন্দিরে আলোচনা সভার আয়োজন করা হয়। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি রাজেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে এবং মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্যকান্ত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রী কৃষ্ণের আর্বিভাব ও জীবনী নিয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধু, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য শ্যামল কান্তি ঘোষ, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষকুমার দাশ, কোষাধ্যক্ষ আনন্দ মোহন ঘোষ, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র পাল, প্রধান শিক্ষক অসিম কুমার দাশ, শিক্ষক অজয় কুমার ঘোষ, শ্যামল কুমার পাল, অসিত কুমার দাশ, তরুণ কান্তি পাল, গুরুপদ ঘোষ, অমলেন্দু দাশ প্রমুখ। অনুষ্ঠানে সাত গ্রামের ভক্তগণ অংশগ্রহণ করেন।
এছাড়া পাটকেলঘাটা বাজার সহ বিভিন্ন স্থানে শ্রী কৃষ্ণের জন্মদিন পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।