পাটকেলঘাটা থানায় হাত ধুয়ে প্রবেশ করতে হবে : অফিসার ইনচার্জ

31

আল আমিন সরদার: পাটকেলঘাটায় করোনা সচেতনতায় থানার সামনে হাত পরিষ্কার করার ব্যবস্থা করেছে (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ। মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। থানার স্টাফ ও সেবা নিতে আসা সকলকে হাত ধুয়ে থানার ভিতরে প্রবেশ করতে হবে বলে অত্র থানা পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পাটলেঘাটা থানায় প্রবেশের মুখে গেটে ড্রামে পানি ভর্তি করে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, করোনা সচেতনতায় এখন থেকে থানায় প্রবেশ করতে গেলে সকলকে হাত পরিষ্কার করে সেবা নিতে আসতে হবে। এতে জনসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার প্রতি সকলে উদ্বুদ্ধ হবে।

পাটকেলঘাটা থানা সদরের স্থানীয় বাসিন্দা মোঃ মমিনুর রহমান জানান, সাধারণত মানুষ হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে না। খাওয়ার সময় একটু হাত পরিষ্কার করে। থানা পুলিশের এ উদ্যোগের কারণে সকলে সচেতন হতে পারবে। থানার পুলিশ সদস্য ও এ থানায় আগত সেবাপ্রার্থীকে এখন থেকে হাত ধুয়ে থানায় প্রবেশ করার জন্য বলা হয়েছে। এতে জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।