মো. রিপন হোসাইন ॥ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ও সহযোগি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পাটকেলঘাটায় কৃমিরা ইউনিয়ন পরিষদ হল রুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা এরফান আলি’র সভাপতিত্বে ও ইউপি সদস্য আলাউদ্দীন সরদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম,ইউপি সদস্য মফিদুল ইসলাম,লালমিয়া চৌধুরী,হোসনে-আরা বেগম,মনজুয়ারা বেগম,ইউপি সচিব আবু সুফিয়ান,যুক্ত হয়ে মুক্ত প্রকল্পের তালা উপজেলার ম্যানেজার তারিকুল ইসলাম,গ্রাম আদালত সহকারী জাহানারা খাতুন,তালা সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারী সাথী আক্তার প্রমুখ। বক্তরা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের দ্বারা অল্প সময়ে সল্প খরচে গ্রাম আদালতে আইনী সেবা দিয়ে যাচ্ছে। এখানে কোন উকিল নিয়োগ করা হয় না ।