মামুন হোসেন, পাটকেলঘাটা প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় এক ব্যাবসায়ীকে অজ্ঞান করে ১লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞান পাটির সিন্ডিকেট সদস্যরা। আজ রবিবার বিকাল ৪টার দিকে পাটকেলঘাটার কালিবাড়ি রোডে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, পুটিয়াখালীর কেটু বিশ্বাসের পুত্র মধু বিশ্বাস খুলনা থেকে ব্যবসায় কার্যক্রম শেষ করে বাড়ীর ফিরার পথে রওনা হবার সময় একটি অজ্ঞান পাটি সিন্ডিকেট সদস্যরা তার পিছু নেয়। রাস্থায় পথি মধ্যে স্পিরিডের বোতলে থাকা অজ্ঞান করা ঔষধ মিশিয়ে তাকে সেবন করাতে সক্ষম হয় এবং অজ্ঞান অবস্থায় পাটকেলঘাটায় উত্তর বাজারে নিদিষ্ট জায়গায় এনে সিন্ডিকেট সদস্যরা তার কাছে থাকা নগদ ১ লক্ষ টাকা পকেট কেটে টাকা হাতিয়ে নিয়ে যায় ।
বর্তমানে অজ্ঞান অবস্থায় স্থানীয় মোসুমী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সরেজমিনে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।