পাটকেলঘাটায় শেখ নুরুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত

34

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের ভাগবাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় ভাগবাহ ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মুনতাজ’র সভাপতিত্বে উঠান বৈঠকে দেশরতœ শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের স্বচিত্র তুলে ধরে বক্তব্য রাখেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল ক্দ্দুুস, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আলাউর রহমান, হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মিনহাজ মুনমুন, সরদার ফিরোজ, ওসমান, মাসুদ, ইকরামুল, শেখ মনিরুজ্জামান সহ বিভিন্ন স্তরের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় যায়, তখনই দেশ উন্নয়নের জোয়ারে ফিরে আসে। আজ আমরা স্বয়ংসম্পূর্ণভাবে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। রাস্তাঘাট সহ তথ্যপ্রযুক্তির উৎকর্ষে যেন আমরা স্বর্ণ শিখরে আরোহণ করেছি। তাই আবারও শেখ হাসিনার হাত শক্তিশালী করে আগামীতে নৌকা মার্কা বিজয়ী করতে সকলকে উদাত্ত আহবান জানান।