পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

100

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।


ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া (ঢাকা মেট্রো-ব ১৫-১৫৯০) যাত্রীবাহী বাস পাটকেলঘাটার মজুমদার পেট্রোল পাম্পের সামনে জামতলা নামক স্থানে পৌঁছালে বাজারের সংযোগ সড়ক হয়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে উঠার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে।


এসময় যাত্রীবাহী বাসের সামনে ধাক্কা খেয়ে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। মারাত্নক আহত অবস্থায় ইজিবাইকের চালক সাতক্ষীরা সদরের দোহাখোলা গ্রামের মোজাম্মেল হকের পুত্র শেখ মখফিরুল্লাহ (৫৫) এবং অজ্ঞাত মধ্যবয়সী এক মহিলাকে স্থানীয়রা পাটকেলঘাটার পপুলার ক্লিনিকে ভর্তি করে। পরে তাদের দুইজনের অবস্থার অবনতি হলে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় পাটকেলঘাটা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ঘটনাস্থলে ছিলেন।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তারা আহতদের উদ্ধার করেছে। তবে পুরো বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।