পাটকেলঘাটায় বিনম্র শ্রদ্ধায় পালিত হলো জাতীর জনকের শাহাদাত বার্ষিকী

18

এস.এম মফিদুল ইসলাম পাটকেলঘাটা:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী। দিনটি পালন উপলক্ষ্যে পাটকেলঘাটার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া শোক র‌্যালী সহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাটকেলঘাটার মির্জাপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সভাপতি ও প্রধান শিক্ষকের নেতৃতে শোক শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি অসিত কুমার কাশ্যপীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মাদ ওবায়দুল্যাহিল আসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্য্য পাল ও সহশি এস সুরাইয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলহাজ্ব শেখ শাহাবাজ আলী, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সংগীত শিল্পী হাফিজুল ইসলাম, আ’লীগ নেতা নুর আলী সরদার, আব্দুর রশিদ, ছাত্রলীগ নেতা রাসেল, কামাল, রাজু, প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন সহকারি শিক্ষক লূৎফুন নাহার, তহমিনা খাতুন, পপি ঘোষ, খাদিজা সুলতানা, রমা রানী, রয়হান, সিরাজুল, মিলন, রেজাউল ইসলাম, রবিউল ইসলাম, রোজিনা খাতুন, রোকসানা আক্তার, শিক্ষার্থী নীলাঞ্জনা, মমতা ইয়াসমিন। পরে প্রধান অতিথি দেয়াল পত্রিকা প্রজাপতির ডানা’র মোড়ক উন্মোচন করেন।

এদিকে থানার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। শুরুতে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পাটকেলঘাটা থানার এস.আই ওহিদুল ইসলাম, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক সোহেল। সহকারী শিক্ষক মিহির কুমারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার পাল, মোঃ রফিকুল ইসলাম, বিকাশ কুমার দে, এস.এম মফিদুল ইসলাম, শিক্ষার্থী ঐশ্বর্য মজুমদার, সাধনা পাল, তন্দ্রা বসু, লোপা ঘোষ প্রমুখ।

এছাড়া পাটকেলঘাটার কুমিরা মহিলা কলেজ, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজ, পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, আল আমিন ফাযিল মাদরাসা, কাশিপুর মাদরাসা, পাটকেলঘাটা টেকনিক্যাল কলেজ, রাঢ়ীপাড়া প্রাথমিক বিদ্যালয়, সোনামণি কিন্ডার গার্টেন সহ সকল প্রতিষ্ঠানে শোক দিবস পালিত হয়।