পাটকেলঘাটায় প্রেমিকার প্রতারণার হাত থেকে রেহাই পেতে প্রেমিকের থানায় অভিযোগ

14
পাটকেলঘাটা
পাটকেলঘাটা

পাটকেলঘাটা প্রতিনিধিঃ পাটকেলঘাটায় প্রেমিকার প্রতারণার হাত থেকে রেহাই পেতে প্রেমিকের থানায় অভিযোগ। সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানা সদরের জুতা ব্যবসায়ী চোমরখালী গ্রামের শামসুর মোড়লের পুত্র শাহিন মোড়ল (২৯) এর সাথে চলতি বছরের ২রা জানুয়ারী যশোরের মনিরামপুর থানার সালামতপুর গ্রামের শহিদুল মোড়লের কন্যা আসমা খাতুন (২৩) এর সাথে পরিচয় হয়।

এর পর থেকে প্রতিদিনই মোবাইলে ও ফেসবুকে তাদের আলাপ-চারিতার মাধ্যমে সম্পর্ক গড়ে উঠে। শাহিন মোড়ল দোকানের জুতা কেনার জন্য যশোর যাওয়ার পথে প্রেমিকা আসমার অনুরোধে প্রেমিক শাহিনের সাথে দেখাও হয়েছে। পরবর্তিতে তাদের প্রেমেজ সম্পর্ক গভীর থেকে আরো গভীরতর হলে প্রেমিকা তার সাথে প্রায়ই দেখা করার জন্য অনুরোধ করতে থাকে।

দেখা করার অজুহাতে প্রেমিকা শাহিনের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা হাতিয়ে নেই। পরে প্রেমিক শাহিন ঘটনাটি বুঝতে পেরে আসমার ফোন আর সিসিভ না করায় অন্য নাম্বার থেকে ফোন দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। শাহিন প্রেমিকাকে জানিয়ে দেয় সে বিবাহিত ও তার একটি সন্তান রয়েছে। পরবর্তিতে প্রেমিকার বোন সালমা খাতুন ও তার পিতা শহিদুল মোড়ল নগদ টাকা দেওয়ার জন্য হুমকি অব্যহত রেখেছে। এদিকে আসমা টাকা অথবা বিয়ে না করলে বিষ খেয়ে আত্নহত্যা করবে বলে মোবাইলে জানাই। আর তার মৃত্যুর জন্য শাহিন দায়ী থাকবে বলে জানায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে শাহিন প্রেমিকা আসমার হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য পাটকেলঘাটা থানায় একটি সাধারন ডায়েরী করেছে। যার নং-৮২০,তাং-২৮/০৫/১৮ইং।