পাটকেলঘাটায় পরিবহণের ধাক্কায় ট্রাক খাদে

15

নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটা থানার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে পরিবহণের ধাক্কায় ট্রাক খাদে পড়েছে। শুক্রবার বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাক চালকের কাছ থেকে জানাযায়, খুলনা হতে খালি ট্রাক (ঝিনাইদহ -ট ১১১৭৩৫) নিয়ে তিনি সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন।

ট্রাক ড্রাইভার তার বাম পাশেই ছিলেন। কিন্তু সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি পরিবহণ ট্রাকের বাম পাশে গিয়ে ধাক্কা দিয়ে পাশ কেটে চলে যায়।পরিবহণের জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে থাকা খাদে পড়ে যায় ট্রাকটি। এতে করে ট্রাকটি উল্টে পড়ে যায়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।