পাটকেলঘাটায় দড়াটানা খেলা অনুষ্ঠিত

9

পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার ভারসা আফসার উদ্যানে গতকাল বিকাল ৪ টায় দড়াটানা খেলা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা বন্ধু সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার কামাল আহমেদ’র সভাপতিত্বে কৃষœবিশ্বাস ও বরুণ বিশ্বাসের নেতৃত্বে বাউখোলা এবং লাউকাটি গ্রামের মধ্যে প্রতিদ্বন্দীতাপুর্ণ খেলায় বাউখোলা বিজয়ী লাভ করে। পরবর্তীতে মইনুর রহমান মেম্বরের নেতৃত্বে মাগুরাডাঙ্গা ও বলরামপুর বাজারের মধ্যে দ্বিতীয়ার্ধে খেলায় মাগুরা ডাঙ্গা বিজয় অর্জন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক খান হামিদুল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক অমিত কুমার, সহ সাংগঠনিক খলিলুর রহমান সহ নেতৃবৃন্দ।