পাটকেলঘাটায় তালা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

24

মোঃ মামুন হোসেনঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডী কার্যালয়ে জামায়াত, শিবির, বিএনপি কর্তৃক হামলার প্রতিবাদে তালা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১১ আগষ্ট বিকাল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ তালা উপজেলা শাখার সভাপতি শেখ নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক বাবু সনদ কুমার ঘোষের নেতৃত্বে হামলার প্রতিবাদে মিছিলটি পাটকেলঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে পাঁচ রাস্তা মোড়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক তালা উপজেলা ছাত্রলীগ নেতা মাহাবুব হোসেন মিন্টু,সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবী জানান এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল যড়ষন্ত্র প্রতিহত করতে রাজপথে আছেন এবং থাকবেন।