নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটায় বাড়ি বাড়ি গিয়ে দিনমজুর ও খেটে খাওয়া মানুষকে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে ছাত্রলীগ। শুক্রবার (৩ এপ্রিল) রাতে বিভিন্ন এলাকায় এই খাদ্য সহায়তা পৌঁছে দেন তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর আলম সুমন।
তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর আলম সুমনের ব্যক্তিগত অর্থায়নে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। তিনি নিজেই এই খাদ্য সহায়তা বিভিন্ন এলাকায় যেয়ে রাতে বাড়ি বাড়ি দিয়ে আসছেন। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও সাবান।
জানা যায়, শুক্রবার রাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর আলম সুমন পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায় এই খাদ্যশস্য পৌঁছে দেন। তার সাথে ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান মধু, আওয়ামীলীগ নেতা মহাদেব, লতিফ, আকবার আলী খান লাল্টু, বাবু, ছাত্রলীগ নেতা ফিরোজ হোসেন,জুয়েল হোসেন, মাহফুজ, শামিম হোসেন, ইসরাফিল, সাগর, জনি প্রমুখ।
এসময় তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর আলম সুমন জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে।বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক এলাকায় গরিব, অসহায়,দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় আমি নিজস্ব অর্থায়নে আজ থেকে খাদ্য সহায়তা প্রদান শুরু করেছি। আজকে প্রায় একশত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি। এখন থেকে প্রতিদিন আমার এ খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।আমি ২ হাজারের বেশি পরিবারকে আমার এ খাদ্য সহায়তা প্রদান করবো বলে আশা করছি।