পাটকেলঘাটায় ঘোড়া দৈাড় প্রতিযগিতায় মটরসাইকেল চুরি

140

মামুন হোসেনঃ পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামে ঐতিহায্যবাহী ঘোড়া দৈাড় প্রতিযগিতায় আবারো চার চার টি মটরসাইকেল চুরি সংঘটিত হয়েছে।

যানাযায় ২১সে জুন বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় জুজখোলা গ্রামে ঐতিয্যবাহী ঘোড়া দোড় প্রতিযোগিতায় কয়রা,রাজশাহী,ভোমরা, সাতক্ষীরাা সহ দেশের বিভিন্ন স্থান থেকে একাধিক ঘোড়া অংশ গ্রহন করে।প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আব্দুল ওয়াহাব এর পাগলা ঘোড়া। প্রতিযোগিতা চলাকালীন সময় চারটা মোটরসাইকেল ও একটি বাইসাইকেল চুরি হয়।গাড়িগুলোর মধ্যে দুইটি পালসার ,একটি প্লাটিনা এবং একটি ডিসকভার । তবে অনেক খোজাখুজির পরেও বাইক গুলি পাওয়া যায় নি,এ ঘটনাই এলাকায় মটরসাকেল চালকদের মনে চোর আতংক বিরাজ করছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইফতেখার হোসেন, পাটকেলঘাটা থানার বর্তমান দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন,খলিশখালি ক্যাম্পের ইনচার্জ বাবু নিখিল চন্দ্র, এছাড়া এলাকার আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।