পাটকেলঘাটায় গ্রামীণ ফোনের ০১৩ নতুন সংযোজন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

15

মোঃ রিপন হোসাইন: সারা দেশের ন্যায় পাটকেলঘাটায় গ্রামীণ ফোনের ০১৩ নতুন সংযোজন উপলক্ষে র‌্যালী অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ গ্রামীণ ফোনের আয়োজনে ১নম্বর নেটওয়ার্কে নতুন নম্বর সিরিজ নিয়ে এলো শক্তিশালী নেটওয়ার্ক ০১৩ নম্বর।পাটকেলঘাটা ডিষ্ট্রিবিউশন অফিস থেকে শোভাযাত্রা শুরু করে বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । এসময় উপস্থিত ছিলেন গ্রামীন ফোনের এরিয়া ম্যানেজার ইকবল মাহমুদ,টেরিটোরি ম্যানেজার শাহ আব্দুল্লাহহেল তকি ,ডিষ্ট্রিবিউশন শেখ মো: সেলিম প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকার গ্রামীন ফোনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।