এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা :
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সংবাদপত্র পরিষদের সদস্য প্রথিতযশা সাংবাদিক মিজানুর রহমান মিল্টনের নামে মিথ্যা ও হয়রানিমুলক মামলা দায়েরের ঘটনায় পাটকেলঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় পাটকেলঘাটার ৫ রাস্তা মোড়ে মানববন্ধনের সভাপতি পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের ইংরেজী প্রভাষক নাজমুল হকের সভাপতিত্বে এবং দৈনিক খুলনাঞ্চলের পাটকেলঘাটা প্রতিনিধি এস.এম মফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন খুলনা প্রেসক্লাব সহ একাধিক সামাজিক ও পেশাজীবি সংগঠনের সাথে সম্পৃক্ত। তার প্রতিষ্ঠান দৈনিক খুলনাঞ্চল পত্রিকা ও খুলনাঞ্চল প্রেস চলন্তিকা ভবনের ক্রয়কৃত ফ্লাটে পরিচালিত হওয়ায় একটি মহল পরিকল্পিত ও উদ্দেশ্যমুলকভাবে চলন্তিকার অর্থ আত্বসাতকারীদের সাথে তাকে জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করছে। একজন সম্পাদকের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা বানোয়াট ও কাল্পনিক মামলা স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশকে বাধাগ্রস্থ করছে।
পাটকেলঘাটায় কর্মরত সাংবাদিকগণ অবিলম্বে হয়রানি মুলক মামলা প্রত্যাহার ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্নসাতকারী চলন্তিকা যুব সোসাইটির পরিচালনা বোর্ডের সদস্যদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক খুলনাঞ্চলের কেশবপুর প্রতিনিধি আলমগীর হোসেন, তালা উপজেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন সহ পাটকেলঘাটায় কর্মরত সাংবাদিক বৃন্দ।