নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় কৃষকের পাকা ধান কেটে দিলেন তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মশিউল আলম সুমনের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী । তার নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল অসহায় কৃষকদের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা মতে সারা দেশে শ্রমিকের অভাবে ধান কাটতে না পারা কৃষকদের ধান কাটার আওতায় পাটকেলঘাটা হারুন-অর রশিদ কলেজ সংলগ্ন বাইগুনি মাঠে এ ধান কাটা কার্যক্রম শুরু হয়।
তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মশিউল আলম সুমন বলেন, তালা উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিবছরের মতো এবারও বোরো মৌসুমের আবাদ হয়েছে । বড় ধরনের প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকায় এখন পর্যন্ত এই অঞ্চলের কৃষকরা বাম্পার ফলনের আশা করছে। তবে এই আশা যেনো নিরাশায় পরিণত না হয় এজন্য আমাদের এই উদ্যোগ।
স্থানীয় কৃষক কালাম মোড়ল জানান, এবছর ফসল ভালোই হইছে। কিন্তু করোনাভাইরাসের কারণে ভয়ে কেউ বাড়ি থেকে বের হতে চায় না। আর দূর থেকে কোনো শ্রমিক এলাকায় আসে না। আমরা কিভাবে ধান ঘরে তুলব তা নিয়ে অনেক চিন্তায় ছিলাম। পরে স্থানীয় যুবক ভাইদের জানালে তারাই এগিয়ে এসে আমার দশ কাঠা জমির ধান বিনামূল্যে কেটে দিয়েছেন।
তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মশিউল আলম সুমন আরো বলেন, আমরা ছাত্রলীগ কর্মীরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তবে বর্তমানে দেশের করোনা ভাইরাসের কারণে অনেকটাই আতঙ্কগ্রস্ত । এমন অবস্থায় স্থানীয় কৃষকরা বোরো মৌসুমে আবাদ নিয়ে বিপাকে পড়েছে। আমরা ছাত্রলীগ কর্মীরা কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক গ্রামের প্রতিটি অসহায় মানুষের ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিবো। এছাড়া সম্পূর্ণ নিজ ব্যক্তিগত উদ্যোগে আমি এ পর্যন্ত প্রায় ১ হাজারের মত লোকের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। যেটি বর্তমানেও চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান হোসেন ইকরামুল, খলিশখালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু মুসা, সা. সম্পাদক নুর ইসলাম, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সা.সম্পাদক কামাল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল হোসেন, পাটকেলঘাটা মাদ্রাসা শাখার সভাপতি পারভেজ, পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ ছাত্রলীগের সভাপতি ওসমান গনি, মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক প্রান্ত, জাতপুর টেকনিক্যাল কলেজের সভাপতি কবিরুল ইসলাম, সা. সম্পাদক ইমরান হোসেন সহ তালা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা -কর্মীরা।