পাটকেলঘাটার সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা ৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

তার ছেলে ফিরোজ হোসেন জানান আব্বা বেশ কিছুদিন যাবত জ্বরে ভুগছিলেন। গত ৩০ মে নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে পাঠালে ২রা জুন বুধবার রেজাল্ট করোনা পজেটিভ হয়। তাকে ৩রা জুন দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাক্তারের তত্ত্বাবধানে আছেন।

এদিকে তিনি সুস্থতার জন্য ইউনিয়ন বাসির নিকট দোয়া চেয়েছেন।