পাটকেলঘাটার নগরঘাটায় বৃদ্ধের অাত্নহত্যা

12

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের হরিণখোলা গ্রামে এক বৃদ্ধের আত্নহত্যার ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৩ টায় নিজ ঘরে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেন বলে জানা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হরিণখোলা গ্রামের জোগেন্দ্রনাথ মন্ডল (৯০) দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। রবিবার বিকাল ৩ টায় পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে রশি পেচিয়ে আত্নহত্যা করেন। পরিবারের সদস্যরা জানতে পারলে ততক্ষণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়ে রেখে যান। আত্নহত্যার খবর জানতে পেরে স্থানীয় এমপি, পাটকেলঘাটাস্থ সার্কেল এসপি, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।