মোঃ মামুন হোসেনঃ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ১নং ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়ার বিলে রবিবার বিকাল সাড়ে ৪ টায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি মাস্টার সহিদুল ইসলাম। প্রতিযোগিতায় ৩০ পয়েন্ট পেয়ে প্রথম হয় পাটকেলঘাটা জুজ খোলার আব্দুল ওহাবের ঘোড়া ‘পাগলা’। ২৬পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয় সোনাবাড়িয়ার পরিতোষের ঘোড়া’বঙ্গবীর’। ২০ পয়েন্ট পেয়ে তৃতীয় হয় কামারবায়সার আঃ গনির ‘পঙ্খীরাজ’ ঘোড়াটি ।
খেলাটি পরিচালনা করেন মোসলেম ঢালী। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিককে যথাক্রমে নগদ ৫ হাজার, ৩ হাজার ও ১৫০০ টাকা প্রাইজমানি দেওয়া হয়। বার্ষিক এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হাজার হাজার দর্শক উপভোগ করেন। দুর-দুরন্ত থেকে আসা হাজারো দর্শক বলেন এমন আয়োজনে ঈদের আনন্দের বাড়তি মজা পেয়েছি।