পরিবেশ ও মানবাধিকার সংরক্ষন এসিড ও ড্রাগ এন্টি সাংবাদিক সোসাইটির ঠাকুরগাঁও জেলা কমিটি গঠন

255

মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় পরিবেশ ও মানবাধিকার সংরক্ষন এসিড ও ড্রাগ এন্টি সাংবাদিক সোসাইটি এর জেলা শাখা কমিটির অনুমোদন দিয়েছেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোঃশাহাদাৎ হোসেন ও ভাইস চেয়ারম্যান জনাব মোঃহাবিবুর রহমান (রেজি নং-এস-৩০১৫ (৫২৮) ২০০২)।

এটি একটি পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন।এই সংগঠনের কাজ পরিবেশ নিষ্টকারী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা এবং অসহায়/নির্যাতিত/ক্ষতিগ্রস্থদের আইনী সাহায্য দেওয়াসহ,সামাজিক/ধর্মীয়/শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা।

আজ ২১শে সেপ্টেম্বর(শুক্রবার) বৃহত্তর পীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে সকাল ১১ টায় আলোচলা সভা ও জেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়।

জেলা শাখা কমিটিতে সভাপতি মোঃখোরশেদ মোল্লা,সহ-সভাপতি-মো:আব্দুল খালেক,সাধারন সম্পাদক-মো:আব্দুল্লাহ আল-মামুন নয়ন,কোষাধ্যক্ষ-মো:আনছারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক-মো:সোহল রানা,প্রচার সম্পাদক-ক্ষিতিশ চন্দ্র রায়,আইন সম্পাদক-মো:রুবেল রানা,মহিলা সম্পাদক-তাহ্সিনা মারজী মীম,দপ্তর সম্পাদক-মো:মাসুম আলম নবাব,শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক-সনিয়মান,শিক্ষা ও স্বাংস্কৃতি সম্পাদক-সুরেশ চন্দ্র রায়,কার্য নির্বাহী সদস্য-মোঃবাদল ও কার্য নির্বাহী সদস্য-মো:ফারুক হোসনকে নির্বাচিত করা হয়।

এ সময় বৃহত্তর পীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবরে সম্মানিত সভাপতি, সদস্য ও রানীশংকৈল কলেজের প্রভাষক জনাব মোঃসবুর আলমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।