নওয়াজ শরীফ পিয়াস (জীবননগর চুয়াডাঙ্গা) : জীবননগর আনসারবাড়ীয়া স্টেশনের ফাঁকা পোলে ট্রেনে কেটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার সকালে সংঘটিত হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার পরিচয় মিলেছে। এঘটনায় জি অারপি ফাড়িতেএকটি মামলা হয়।
জানা গেছে, জীবননগর উপজেলার আকন্দবাড়ীয়া ফার্মপাড়ার ঘর জামাই মানিক(৫০) একজন মানসিক প্রতিবন্ধী। তিনি শুক্রবার সকালে উথলী গ্রামে তার এক আত্মীয় বাড়ি থেকে বের হয়।এলাকা বাসি জানায় সকাল ৮টা ৫৫মিনিটের সময় মানিক ট্রেন লাইনের উপর দিয়ে হেটে যাওয়ার সময় ফাঁকা পোল ব্রীজের নিকট পৌঁছালে ভয়ে সে বসে বসে ব্রীজ অতিক্রম করতে থাকে। এদিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে কেটে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
এব্যাপারে দর্শনা হল্ট রেলওয়ে পুলিশের এএসআই জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।