পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা -১ আসনের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন

61

কলারোয়া প্রতিনিধি (সাতক্ষীরা): বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা -১ আসনের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সংগ্রামী নেতা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সরদার মুজিব বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালা-কলারোয়া-পাটকেলঘাটা উপজেলার জনগণ সহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।

ইদুল ফিতর উপলক্ষে দেয়া এক বানীতে তিনি মুসলিম উম্মাহ’র অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সরদার মুজিব বলেন,’মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আমি তালা-কলারোয়া-পাটকেলঘাটা উপজেলাবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই ‘ঈদ মোবারক।’

তিনি আরো বলেন,‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন।

পবিত্র ঈদুল ফিতরে আমি সকলের আনন্দ ও কল্যাণ কামনা করছি এবং ঈদুল ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করছি।