মোঃ মামুন হোসেনঃ দীর্ঘ পনের বছর পর আবুল খায়েরকে ফিরে পেলেন পরিবারের সদস্যরা । সকালে সাতক্ষীরার পাটকেলঘঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইলে ছেলে,ভাই ও নাতির সাথে আবুল খায়েরের সাথে দেখা হলে আনন্দে কেঁদে ফেলেন।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, আবুল খায়ের চাদপুর জেলার মতলব থানার পাঁচকিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কিছুটা মানসিক রোগে ভুগছিলেন। পনের বছর আগে বাজারে চা পান করার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর পর থেকে তার আর খোজ মেলেনি।
ঢাকা,চট্টগ্রাম,সিলেটসহ বহু জায়গায় তার খোজ করেছেন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন খোজ না পেয়ে তাকে ফিরে পাওয়ার আশা বাদ দিয়েছিলেন তারা। মাস তিনেক আগে তিনি ত্রিশমাইল এলাকায় এসে থাকতে শুরু করেন। এরমধ্যেই তিনি স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। স্থানীয় চা বিক্রেতা নুর ইসলাম আবুল খায়েরের ঠিকানা বের করে গণমাধ্যম কর্মীদের কাছে সরবরাহ করেন।
এভাবেই জানতে পেরে আবুল খায়েরের ছেলে শাহাজাহান সরকার,ভাই শাহ আলম ও নাতি ফারুক হোসেন রোববার সকালে সাতক্ষীরার ত্রিশমাইল পৌছে আবুল খায়েরকে সন্ধ্যায় পরিবহনে বাড়ির পথে রওনা দেবেন বলে জানান।
ছেলে শাহাজাহান সরকার জানান, আমার বাবা (আবুল খায়েরের) মাথার একটু সমস্যা আছে। তিনি ২০০৩ সালে নিখোঁজ হন। আরো বলেন, সাতক্ষীরার গণমাধ্যম কর্মীদের জন্য আজ আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। আমি ও আমার পরিবার সাতক্ষীরার সাংবাদিকদের কাছে চির-কৃতজ্ঞ্য।