পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে সদরপুরে অর্ধ শর্তাধিক পরিবার গৃহহীন

40
????????????????????????????????????

সদরপুর প্রতিনিধিঃ গত কয়েকদিনের প্রবল বর্ষণে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর পানি বৃদ্ধির ফলে ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর, ঢেউখালী ও চরমানাইর আংশিক এলাকায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ব্যাপক ভাঙ্গনে প্রায় অর্ধ শতাধিক পরিবার ভিটে মাটি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। একই সাথে কিছু ফসলী জমি বিলীন হয়ে গেছে। দিয়ারা নারিকেল বাড়ীয়া ও চরনাছিরপুর ইউনিয়নের নিচু এলাকায় তলিয়ে গেছে। প্রায় শতাধিক পরিবার ঝুকির মূখে রয়েছে। যে কোন বিলীন হয়ে যেতে পারে। আজ মঙ্গলবার দিনব্যাপী সদরপুর উপজেলা প্রশাসন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার সরেজমিনে ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখা গেছে, চরনাছিরপুর ইউনিয়নের ছোটকুল জঙ্গীকান্দি এলাকায় কয়েক একর ফসলী জমি, শিমুলতলী হালিম হাওলাদার কান্দি, চরমানাইর ইউনিয়নের গিয়াসউদ্দিন ফকির কান্দি,আদেলদ্দিন মোল্যার কান্দি, চরমানাইর এবং ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া মাদ্রাসা ঘাট এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে।

ওই সব এলাকায় ইতিমধ্যে প্রায় অর্ধ শতাধিক পরিবার ভাঙ্গনের ফলে ভিটে মাটি হারিয়ে গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। প্রায় শতাধিক পরিবার ঝুকির মূখে রয়েছে। বর্তমানে ভাঙ্গন অব্যাহত থাকলে যে কোন আরো শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়বে। আজ দিনব্যাপী সহকারী কমিশনার (ভূমি) মোঃ জোবায়ের রহমান রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু এহসান মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, সার্ভেয়ার মোঃ ফারুক হোসেন ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শন করেছেন।