মোহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা প্রতিনিধি ।। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম গাজীর মৃত্যুর ঘটনায় করোনা সন্দেহে ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, ইউপি সদস্য মোসলেম গাজী জ্বর, সর্দি, কাশি নিয়ে গত ২৭ এপ্রিল সোমবার ভোরে তার নিজ বাড়িতে মৃত্যু বরন করেন।মৃত্যুর আগে তার শরীরে করোনা ভাইরাস সংক্রমন ছিলো কিনা এমন সন্দেহে ২৮ এপ্রিল মঙ্গলবার নিহতের স্ত্রী, দুই ছেলে, দুই ছেলের স্ত্রী, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্বাস্থ্যকর্মী সহ মোট ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উপজেলা সদর থেকে প্রায় ২০ কি.মি দূরে গিয়ে ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়াও নিহতের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে তিনি জানিয়েছেন।