নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহগড়া উপজেলার নলদী ইউনিয়নের মডবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ঈদের দিন রাত ৮ টার সময় মসিয়ার মোল্যা(৫০)কে কুপিয়েছে। হাফিজার মোল্যার নেতৃত্বে মকিদ,সোহাগ,হাবিবার, মেহেদি, জসীম,আল-আমিন,লাল মিয়া ও তাদের সহযোগীরা মিলে ঘটনাটি ঘটিয়েছে।
আহত মসিয়ারের সহযোগী আক্ততারে শেখে’র থেকে জানা যায়, গতকাল ১৬ ই( জুন) ঈদের দিন ব্রহ্মাণীনগর থেকে মসিয়ার মোল্যা ও আক্তার দুজনে মাঠের ফাকা রাস্তা দিয়ে (মডবাড়ি) নিজ গ্রামে ফিরছিলেন। তখন মডবাড়ি গ্রামের হাফিজারে মোল্যার নেতৃত্বে ফিল্মী স্টাইলে একজন আক্তারের গলায় ধারালো অস্ত্র ধরে রাখে অন্য কয়েকজন মসিয়ারকে মারধর করে, তারপর দুই পায়ের ও দুই হাতের রগ কেটে দেয়।
বিশ্বকাপ ম্যাচ চলার কারনে মসিয়ার ও আকক্তারের আর্তনাদ মানুষের কাছে পৌছাতে অনেক দেরি হয়। কিছু সময় পরে চিল্লাচিল্লি শুনে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হলে, হাফিজার ও তার সহযোগীরা পালিয়ে যায়। উপস্থিত জনতা তখন মসিয়ারকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা খারাপ দেখে নড়াইল সদর হাসপাতাল থেকে রাতারাতি যশোর সদর হাসপাতালে বদলি করা হয়।