নৌকা মার্কার দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য র্র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

112
নৌকা মার্কা
নৌকা মার্কা

নিজস্ব প্রতিনিধিঃ  “দাবী মোদের একটাই, ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা চাই” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য র্র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারে এ র্র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ণাঢ্য র্র্যালিটি ডাক বাংলো  মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে আয়োজিত একটি সমাবেশে যোগ হয়। সমাবেশে ঠাকুরগাঁও-৩ আসনের (পীরগঞ্জ-রাণীশংকৈল) থেকে আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ফেষ্টুন ব্যানার নিয়ে হাজারো নেতা-কর্মী সহ অগনিত সাধারণ মানুষ এতে অংশ নেয়।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোহাজারুল ইসলাম, রেজওয়ানুল হক বিপ্লব, পৌর আ’লীগের সভাপতি আব্দুল খালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খাঁন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নূর নবী চঞ্চল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।

উল্লেখ্য, বিগত দেড় যুগ ধরে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের এ আসনটিতে নৌকা প্রতিকে কোন সাংসদ না থাকায় অঞ্চলটি নানা ক্ষেত্রেইউন্নয়ন থেকে বঞ্চিত। তাই আবেগে অপ্লুত হয়ে ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীক চাই, দিতে হবে দিতে হবে এই স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।