…..জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি
আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেছেন, নৌকার সরকার জনগনের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে। শেখ হাসিনার সরকার বিগত দিনে উন্নয়নে কাজ করেছে, এখনো করছে এবং আগামীতে যদি সুযোগ পায় তাহলে দেশে আরো উন্নয়ন করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বাংলাদেশের জনগন ভালো থাকুক, বাংলাদেশে শিশুরা ভালো থাকুক। তিনি সবার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহন করেছে। আমি এবং আমার সরকার লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদের অন্যান্য প্রতিযোগিতায় উৎসাহ দিয়ে থাকি।
রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে কেশবপুরে শিক্ষা প্রতিষ্টানের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে হুইল চেয়ার ও বাইসাইকেল, ধর্মীয় প্রতিষ্টান অনুদানের চেক ও ব্যক্তিদের মাঝে চেক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের মাঝে ভ্যানগাড়ি, ছেলে মেয়েদের মাঝে কম্পিউটার সামগ্রী ও শিক্ষা উপবৃত্তি, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটেশন সামগ্রী বিতরন এবং অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন উপজেলা প্রশাসনের আয়োজনে মোট ২৯ লাখ ৫৫ হাজার টাকার উক্ত সামগ্রী বিতরন অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী তাঁর নিজের পক্ষ থেকে ভালো গান করায় মুসলিমা আক্তারকে একটি হারমোনিয়াম এবং লোকসঙ্গীতে দেশসেরা পুরস্কার পাওয়ায় কেশবপুরের সন্তান গৌরব অধিকারীকে তবলা উপহার দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কবির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক, শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী, চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ।
সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়, পাথরা মৎস্যজীবি সমবায় সমিতির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যগনের দশজনকে ১০টি ভ্যানগাড়ী, ৮২ জন ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, স্কুল ব্যাগ, ডিকশনারী, ল্যাপটপ ও প্রিন্টার বিতরন করা হয়েছে। কেশবপুরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮জন ছাত্রীকে ৬৮টি বাইসাইকেল দেয়া হয়েছে।
প্রতিষ্ঠান গুলো হলো, সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউটে ১৭টি, টিটাবাজিতপুর এম কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৭টি, কোমরপোল মাধ্যমিকা বালিকা বিদ্যালয়ে ১৭টি, পাঁজিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৭টি বাইসাইকেল। উপজেলার ২৫টি মসজিদে, ১১টি ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান এবং ৭টি হিন্দু ধর্মীয় প্রতিষ্টানসহ ৪৩টি প্রতিষ্টানের অনুকুলে ৭ লাখ ১০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
৮জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৮টি হুইল চেয়ার দেয়া হয়েছে। ১২জন অসহায় দুস্থ মহিলাকে ১২টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষায় ২৫টি শিক্ষা প্রতিষ্টানের ৩৮৫ জন শিক্ষার্থীকে স্যানেটারী সামগ্রী বিতরন করা হয়েছে।