নিজস্ব প্রতিনিধিঃ অাজ ৬ মে, ২০১৮ ইং সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার নওয়াবেকি খেঁয়া ঘাটে নৌকার মাঝি হয়ে নিজ হাতে দাঁড় টেনে নৌকা চালিয়ে নওয়াবেকি থেকে পদ্মপুকুর যাওয়ার জন্য যাত্রীদের পারাপার করেন সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।
পার হওয়ার জন্য নৌকায় থাকা যাত্রীদের কাছে নৌকার জন্য ভোট চান শ্যামনগর উপজেলা অাওয়ামীলীগের বার বার নির্বাচিত সভাপতি জগলুল হায়দার এমপি। সেই সাথে সকল যাত্রীদের মিষ্টিমুখ করান এমপি জগলুল হায়দার। স্বয়ং একজন সংসদ সদস্যকে নৌকার মাঝি হিসেবে পেয়ে অানন্দে অাত্মহারা হয়ে পড়েন যাত্রীরা।
নৌকায় থাকা যাত্রী সকলের কাছে নিজের জন্য নয় মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা,জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এমপি জগলুল।