নিয়ামতপুরে ব্যক্তি উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী ও সাবান বিতরণ

116
নিয়ামতপুরে ব্যক্তি উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী ও সাবান বিতরণ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার বাতপাড়া. মায়ামারী, নংপুর, রূপনারায়নপুর ও শাবইল গোয়ালপাড়া গ্রামের ৪০ টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

নিয়ামতপুর কিন্ডার গার্টেন এ্যন্ড হাইস্কুলের অধ্যক্ষ ও যায়যায়দিন, ভোরের দর্পণ ও আমাদের রাজশাহী পত্রিকার নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি শাহজাহান শাজু এবং মায়ামারী টিএলবি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধাকেজি লবন, হাফ লিটার সোয়াবিন তেল ও ১ টি করে সাবান প্রদান করা হয়।

এসময় সহযোগীতা করেন বাতপাড়া গ্রামের বুলেট, আপেল মাহমুদ, সাদেকুল ইসলাম ও সাবইল গোয়াল পাড়ার মাসুদ রানা। অধ্যক্ষ ও সাংবাদিক শাজু জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।