নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

20

ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৩ জন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার বরাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার মেগারাইস গ্রামের শহীদ গাজীর ছেলে সারিফুল ইসলাম গাজী (৩৫), দক্ষিণ বেদকাশী গ্রামের হামিদ গাজীর ছেলে রাজ্জাক গাজী (৪০), বাগালী গ্রামের ছহিল উদ্দীন গাজীর ছেলে আবু তালেব গাজী (৪১), উত্তর ক্ষেতনা আমাদী এলাকার আদিল উদ্দীনের ছেলে মোস্তফা গাজী (৩৬) ও পাইকগাছা উপজেলার ফতেহপুর গ্রামের কালা জামালের ছেলে নুর ইসলাম (৪০)।

এ সময়ে আহত হয়েছেন নারী ও শিশুসহ ২৩ জন। আহতরা হলেন- লোকমান গাজী, আফজাল গাজী, ১০ বছরের শিশু ইয়াসিন আরাফাত, আবুল হোসেন, মাহির উদ্দীন, রবিউল ইসলাম, শাহিনুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুল খালেক, মিজানুর রহমান, আবুল হাসান, রেজাউল ইসলাম, কোহিনুর বেগম, লিয়াকত হোসেন, ইয়াসিন আলী (১২), আবেদা বেগম, গফ্ফার সানা, সেলিম হোসেন, সোহরাব আলী, মনিরুল ইসলাম, রেজাউল বিশ্বাস, কণিকা রানী ও বাসুদেব রায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়রা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস ( সাতক্ষীরা জ-০৪-০০৮৮) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার বরাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত স্কেবেটরের কাছ থেকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময়ে ঘটনাস্থলে মারা যান বাসের ৫ যাত্রী। আহত হন আরও কমপক্ষে ২০ জন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার পর আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশী হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম ঘটনাস্থন পরিদর্শন করেন এবং আহতদের চিকিৎসার খোজ খবর নেন।