নাশকতা মামলায় এজহার নামীয় আসামী গ্রেফতার

14

পাটকেলঘাটা প্রতিনিধিঃ  ১০ম জাতীয় সংসদ নির্বাচনী সহিংসতা ও নাশকতা ঘটানোর অপরাধের মামলায় এজাহার নামীয় মাহাবুব শেখ নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।
সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপ তালার বিষুকাটি গ্রামের নিজামউদ্দীন শেখের পুত্র মাহাবুব শেখ (২২) ১০ম জাতীয় নির্বাচনের সময় নাশকতা ত্রাস সৃষ্টির অপরাধে মামলা হয়। উক্ত মামলার ৫২/১৪ এর ওয়ারেন্টভূক্ত আসামী থাকায় তাকে তালা থানা পুলিশ গ্রেফতার করে। এছাড়া তার নামে এলাকায় বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড ঘটনানোর অভিযোগ রয়েছে।