লাল সবুজের কথা ডেস্কঃ পাবনায় বেসরকারি টিভি চ্যানেল অানন্দ টিভির নারী সাংবাদকর্মী সুবর্না নদী কে কুপিয়ে হত্যার তিব্র নিন্দা ও ঘাতকদের গ্রেফতারের দ্বাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হক দৈনিক ভোরের পাতা, নাজমুল হক খান সহ সভাপতি দৈনিক সংগ্রাম, অাব্দুল মতিন সাধারন সম্পাদক দৈনিক যায়যায়দিন, ইয়াসিন অালী যুগ্ন সাধারন সম্পাদক দৈনিক নয়া দিগন্ত, অামিনুর রহমান সোহাগ যুগ্ন সম্পাদক দৈনিক জনতা, সৈয়দ পান্না সাংগঠনিক সম্পাদক, দৈনিক আলোকিত সংবাদ, রিপন সরদার সহ সম্পাদক, দৈনিক প্রজন্মের ভাবনা, এস এম মজনু সরদার দপ্তর সম্পাদক, সমাজের কাগজ, শাহীন অালম অর্থ সম্পাদক, ভোরের কাগজ, ইমাম হোসেন বাবু প্রুচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক প্রবাহ, মেহেদি হাসান শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক দৃষ্টিপাত, মফিদুল ইসলাম, কার্য নির্বহী সদস্য দৈনিক কাফেলা, মুজিবর রহমান কার্য নির্বাহী সদস্য, দৈনিক পত্রদুত, অাব্দুল মমিন কার্য নির্বাহী সদস্য, দৈনিক ভরের ডাক,মোঃ জাবের হোসেন কার্য নির্বাহী সদস্য, সম্পাদক ও প্রকাশক লাল সবুজের কথা পিপলস নিউজ , মোঃ মামুন হোসেন কার্য্য নির্বাহী সদস্য, সহ-সম্পাদক লাল সবুজের কথা ও দৈনিক পত্রদূত, সাইফুল অালম কার্য নির্বাহী সদস্য, সাতক্ষীরা নিউজ, হেলাল উদ্দীন সদস্য, দৈনিক পত্রদুত, খলিলুর রহমান মুকুল প্রতিদিনের কথা, নাজমুল হোসেন সদস্য, বিবিসি সাতক্ষীরা, ফারুক হোসেন সদস্য, দৈনিক প্রতিদিনের সংবাদ, মামুন হোসেন সদস্য দৈনিক মানবাধিকার সহ সকল সদস্যবৃন্দ।