প্রেস বিজ্ঞপ্তি : সিপিসি-২, নাটোর RAB ক্যাম্প এর একটি অপারেশন দল, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে ইং ২২ এপ্রিল, ২০২১ তারিখ ২০:০০ ঘটিকায় নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন ইয়াসিনপুর গ্রামস্থ বনপাড়া টু ঢাকাগামী মহাসড়কের গোপালের মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে-
(ক) চোলাই মদ ৪৫.৫ লিটার
(খ)মোবাইল- ১ টি
(গ) সিম কার্ড – ১ টি সহ আসামি-
(১) মো: এন্তাজ প্রামানিক (২৮), পিতাঃ- মোঃ আব্বাস প্রামানিক, সাং- বাগলবাড়িয়া, থানা- চাটমোহর, জেলা- পাবনা কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
এ ঘটনায় নাটোর জেলার গুরুদাসপুর থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এ মামলা রুজু করা হয়েছে।